আলিয়ার নাম উঠতেই যা বললেন রণবীরের বোন

Bhatt-pic-671a148fc3464.jpg

বিনোদন ডেস্ক : ‘ফ্যাবুলাস লাইভস ভার্সেস বলিউড ওয়াইভস’-এর নতুন সিজন দিয়ে বলিউডে অভিষেক করলেন ঋষি কাপুর ও নীতু কাপুরের মেয়ে ঋদ্ধিমা কাপুর সাহানি। বরাবরের মতোই নিজেকে গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে দূরে রেখেছেন তিনি।

‘ফ্যাবুলাস লাইভস ভার্সেস বলিউড ওয়াইভস’ দিয়ে বলিউডে পা রাখলেন অভিনেত্রী ঋদ্ধিমা কাপুর। আর এর মাঝেই ননদের জন্য মিষ্টি বার্তা দিলেন অভিনেত্রী আলিয়া ভাট।

অভিনেত্রী আলিয়া সম্পর্কে ঋদ্ধিমা বললেন, ‘আমরা একে অপরের কাছাকাছি থাকতে খুব স্বাচ্ছন্দ্যবোধ করি। কিন্তু আমরা ওদের স্পেস দিয়েছি। মোটেও রোজ ফোন করি না… আসলে ওর দিক থেকেও পরিবারের সঙ্গে খাপখাওয়াতে অনেকটা করেছে। আমরা তাকে ভালোবাসি, যে কোনো সময় তার পাশে আছি। আর এটা খুব স্বাভাবিকভাবে ধীরে ধীরে ঘটেছে। জোর করে কিছু চাপিয়ে দেওয়া হয়নি কারও ওপরই।

এর আগে ২০২২ সালের এপ্রিলে বান্দ্রায় নিজের বাড়ি বাস্তুতে গাঁটছড়া বাঁধেন রণবীর ও আলিয়া ভাট কাপুর। এই দম্পতির বিয়েতে অতিথি ছিলেন মাত্র ৩০-৩৫ জন। শুধু ঘনিষ্ঠ বন্ধু ও পরিবার। ২০২২ সালের নভেম্বরে তারা তাদের কন্যা রাহাকে স্বাগত জানান।

এদিকে চ্যাটের সময় আলিয়া একটি ভয়েস মেসেজ শেয়ার করে নেন ঋদ্ধিমার উদ্দেশে। অভিনেত্রীকে বলতে শোনা যায়— পৃথিবীর সব খবর যদি কারও কাছে থাকে, তাহলে সে ঋদ্ধিমা। তিনি আকস্মিকভাবে সবচেয়ে বড় গসিপ বোমা ফেলে দেন এবং দেখা যায়, সেগুলো সবই সত্যি। তাই ও আমাদের সবার থেকে অনেক এগিয়ে— এমনকি ওর ভাইয়ের (রণবীর) থেকেও। তিনি বলেন, তবে হ্যাঁ, সে সবচেয়ে দয়ালু, ভালোবাসায় মোড়া ও উদার মানুষ। আর সঙ্গে সবচেয়ে মজাদার পিসি। যে রাহাকে নতুন নতুন জিনিস শিখিয়েছেন। তোমাকে ধন্যবাদ, আমি আজকাল দিনে প্রায় ২০ বার ‘উমা যোশী ইয়ে ইয়ে’ করছি। আলিয়া বলেন, আমার জীবনের অন্যতম চমৎকার বোন হিসাবে পেয়ে আমি খুব খুশি এবং কৃতজ্ঞ বোধ করি। না ননদ বলব না। কারণ তুমি তার চেয়েও অনেক বেশি।

Share this post

scroll to top