যে অভিনেতার জন্য টাবু আজও অবিবাহিত

Untitled-1-672efabe6c906.jpg

বিনোদন ডেস্ক : ১৯৮০ সালে বলিউডে অভিষেক অভিনেত্রী টাবুর। অভিনয় জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয় দক্ষতা দেখিয়ে মন জয় করেছেন ভক্ত-সমালোচক থেকে দর্শকদের। মাত্র ১৪ বছর বয়সে এক ধর্ষিতা কিশোরীর চরিত্রে অভিনয় করে চলচ্চিত্র সমালোচকদের একেবারে চমকে দিয়েছিলেন এ অভিনেত্রী। বাণিজ্যিক সিনেমা থেকে অন্য ধারার সিনেমাতেও তার অবাধ চলাচল।

কিন্তু বলিউডের একসময়ের জনপ্রিয় আবেদনময়ী অভিনেত্রী তার ব্যক্তিগত জীবনে বরাবর একাই থেকেছেন। বয়স ৫৩ পেরিয়েও আজও তিনি অবিবাহিত। এর আগে এক সাক্ষাৎকারে টাবু জানিয়েছিলেন— কেন তিনি বিয়ে করছেন না। এবার নতুন করে আলোচনায় আসেন টাবু। কেন বিয়ে করছেন না?—এমন প্রশ্নের উত্তরে টাবু বলেন, অভিনেতা অজয় দেবগণের জন্যই তিনি আজও অবিবাহিত।

তাহলে কি জনপ্রিয় অভিনেত্রী কাজলের স্বামী অজয়ের সঙ্গে প্রেম করতেন এ অভিনেত্রী? ব্যাপারটা আসলে একেবারেই তা নয়। টাবুর ভাই আর্য ও অজয় দেবগণ ঘনিষ্ঠ বন্ধু। টাবুর যে সময় প্রেম করার বয়স ছিল, সেই সময় তাকে চোখে চোখে রাখতেন অজয় ও আর্য।

অভিনেত্রী বলেন, যে ছেলের সঙ্গে টাবু বন্ধুত্ব করতেন, তাকেই হুমকি-ধমকি দিয়ে বিদায় করতেন অজয়। সে কারণেই আজও তার বিয়ে হয়নি বলে বলেন টাবু। কিন্তু এ কথা মানতে নারাজ নায়িকার ভক্তরা। তার বিয়ে না করার পেছনে অন্য কারণ আছে বলে ধারণা তাদের।

কিন্তু কী সেই কারণ, তা নিয়ে কখনই মুখ খোলেননি টাবু। কখনো কোনো অভিনেতার সঙ্গে তার প্রেমের গুঞ্জনও শোনা যায়নি। ৫৩ বছর বয়সেও দিব্যি রয়েছেন একা। তবে কাজের গতি আগের মতোই। যেন অভিনয়ই তার জীবন-সংসার।

Share this post

scroll to top