পুনমকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন ফটোসাংবাদিকরা, জানা গেল কারণ

Untitled-1-67b9545db411a.jpg

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী পুনম পান্ডে প্রায়ই বিতর্কে জড়িয়ে পড়েন। আর নেটিজেনদের সমালোচনায় বলিপাড়ায় সবসময় সরব থাকেন অভিনেত্রী। এমনকি পুনম নিজের মৃত্যুর গুজব ছড়িয়েও বিতর্কের ঝড় তৈরি করেছিলেন। অভিনেত্রীর প্রিয়জনরা শোকপ্রকাশ করতে শুরু করেন। কিন্তু ঘটনার দুদিন পর দেখা যায়, দিব্যি আছেন তিনি।

সেই সময় জরায়ুমুখের ক্যানসার নিয়ে সচেতনতা বৃদ্ধি করতেই নাকি উদ্যোগী হয়েছিলেন পুনম পান্ডে। এবার ফের সমালোচনার মুখে অভিনেত্রী। রাস্তায় ফটোসাংবাদিকদের সামনে পোজ দিচ্ছিলেন পুনম, এমন সময় এক অনুরাগীর সেলফি তোলার আবদার। কিন্তু অপ্রস্তুত হয়ে পড়লেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে এমন ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়া।

উল্লেখ্য, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) অভিনেত্রী রাস্তায় দাঁড়িয়ে ফটোসাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন, ঠিক তখনই পেছন থেকে একজন অনুরাগী এসে তার সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। তিনি রাজি হওয়ার সঙ্গে সঙ্গেই অনুরাগী পুনমকে জোর করে চুমু খেতে এগিয়ে যান, যার ফলে চমকে ওঠেন অভিনেত্রী। যখন বুঝতে পারলেন কী ঘটছে, তখনই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে দেখা যায় পুনমকে।

এ সময় ফটোসাংবাদিকরা পুনমকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন এবং আগত ওই অনুরাগীকে তিরস্কার করেন তারা। আর এ ঘটনায় অভিনেত্রীর পক্ষ নিয়ে কেউ কথা বলা তো দূরের কথা— উল্টো সামাজিক মাধ্যমের নেটিজেনরা পুনমকে কটাক্ষ করেন। এক নেটিজেন লিখেছেন—ঘটনাটা সাজানো মনে হচ্ছে? শুরু থেকেই যেভাবে পুনম অস্বস্তি প্রকাশ করতে শুরু করেন, তাতে আমার সন্দেহ হয়। অন্য আরেক নেটিজেন লিখেছেন— আমি দেখতে পাচ্ছি ঠিক কতটা খারাপ অভিনয় করেছে। যদিও এ ঘটনা নিয়ে এখনো মুখ খোলেননি পুনম পান্ডে।

Share this post

scroll to top