ডেস্ক রিপোর্ট: বাগেরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারিফ হোসাইন (২৭) নামের যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই পুলিশ সদস্যসহ তিনজন।
নিহত তারিফ হোসাইন বাগেরহাট শহরের হরিণখানা এলাকার ব্যবসায়ী মো. ফিরোজের ছেলে। আহতরা হলেন-মোল্লাহাট থানার পুলিশ কনস্টেবল মাহির, ইস্রাফিল এবং মোটরসাইকেল আরোহী দশানী এলাকার রুবেল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাতে খারদ্বার এলাকায় বেপরোয়া গতিতে চালানো দুই মোটরসাইকেলের সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে প্রেরণ করে। এ সময় গুরুতর আহত তারিফকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে অবস্থার অবনতি হলে আহত পুলিশ সদস্যসহ তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কা জনক।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত পুলিশ সদস্যকে খুলনা মেডিকেলের চিকিৎসা দেয়া হচ্ছে।