মিশরে যাচ্ছেন মেহজাবীন, সঙ্গী কে জানেন?

mehjabin-malati-672922055d5b9.jpg

বিনোদন ডেস্ক : ছোট পর্দার বড় তারকা মেহজাবীন চৌধুরী এরই মধ্যে প্রথম সিনেমা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দেশ-বিদেশ। গেল মাসেই তার প্রথম সিনেমা ‘সাবা’ নিয়ে ফিরলেন টরন্টো হয়ে কোরিয়ার বুসান উৎসব থেকে। সেই রেশ কাটতে না কাটতেই ফের ঘোষণা দিলেন মিশরে যাওয়ার।

তবে এবারের সঙ্গী সাবা নয়, তার দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’।

খবরটি জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আমার দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রিয় মালতী সম্মানজনক কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এ বিশ্ব প্রিমিয়ারের জন্য আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে। যা এই নভেম্বরের মাঝামাঝি সময়ে মিশরের কায়রোতে অনুষ্ঠিত হবে। এটি আমাদের জন্য অনেক বড় অর্জন। পুরো টিমের জন্যও এটি অনেক গর্বের সংবাদ। আমরা কখনও ভাবিনি যে বাংলাদেশের ওপর ভিত্তি করে তৈরি গল্প প্রিয় মালতী আন্তর্জাতিক মঞ্চেও এতটা প্রাসঙ্গিক হবে। এটি আমাদের টিমের জন্য একটি বিশাল সাফল্য।’

দেশে মুক্তি প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘বিশ্ব প্রিমিয়ারের পর, আমরা যত দ্রুত সম্ভব বাংলাদেশের দর্শকদের জন্যও সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি। যেমন আপনারা সবসময় আমার পাশে ছিলেন আমার প্রতিটি কাজে, প্রিয় মালতী মুক্তির সময়ও আপনাদের সবাইকে পাশে চাইবো।’

জানা গেছে, কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আফ্রিকা ও আরব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রাচীন উৎসবের একটি। ১৩ থেকে ২২ নভেম্বর এ উৎসব চলবে মিশরের কায়রো শহরের কায়রো অপেরা হাউজে।

উৎসবে অংশ নেবেন বিশ্বের নামীদামী নির্মাতা, প্রযোজক ও শিল্পীরা।

 তাদের সঙ্গে এবার ‘প্রিয় মালতী’র সুবাদে থাকছে বাংলাদেশের নামও।

সম্মানজনক এই উৎসবের ৪৫তম আসরের ওয়ার্ল্ড সিনেমা বিভাগে অফিশিয়ালি চূড়ান্ত হয়েছে মেহজাবীনের সিনেমাটি। ইংরেজিতে যার নাম ‘হুইসপারস অব আ থ্রাস্টি রিভার’।

সিনেমাটির চিত্রনাট্য করেছেন শঙ্খ দাসগুপ্ত ও আবু সাইদ রানা। গল্প রচনা ও পরিচালনা করেছেন শঙ্খ দাসগুপ্ত। এতে মালতী চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী।

শঙ্খ দাসগুপ্ত জানান, কায়রো ফিল্ম ফেস্টিভ্যালে ৪টি প্রদর্শনী রয়েছে ‘প্রিয় মালতী’র। যার মধ্যে ২টি উৎসবে আসা দর্শকদের জন্য, একটি প্রেস শো এবং জুরিদের জন্য হবে আরেকটি প্রদর্শনী। শো–গুলোর শুরু ও শেষে থাকবে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব। যাতে অংশ নেওয়ার কথা নির্মাতা-অভিনেত্রীর।

Share this post

scroll to top