অভিষেকের বিষয়ে নীরবতা ভাঙলেন নিমরত

Nimrat-6725b368f31d1.jpg

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের ব্যক্তিগত জীবন নিয়ে চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তর কাটাছেঁড়া। শোনা গেছে, তারা নাকি একে ওপরকে ডিভোর্সও দিয়ে দিয়েছেন। যদিও নিজেদের সম্পর্কের সমীকরণ নিয়ে এখনো কোনো কথা বলেননি এ তারকা দম্পতি। কিন্তু তাদের নিয়ে চুপ নেই নেটিজেনরা, একের পর এক সমালোচনা করেই চলেছেন। নেটিজেনদের ধারণা— তাদের এ বিবাহবিচ্ছেদ নাকি তৃতীয় ব্যক্তি আগমন। এ নিয়ে বচ্চন পরিবারে চলছে ফিসফাস। অভিনেত্রী নিমরতকে নিয়ে নানা ধরনের মিম ছড়িয়েছে।

আনন্দবাজার সূত্রে জানা গেছে, বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্কের টানাপোড়েনে চলছে তৃতীয় ব্যক্তির প্রবেশ। সে জন্যই নাকি দূরত্ব তৈরি হয়েছে তাদের দাম্পত্যে। শোনা গেছে এমনও— বিবাহবিচ্ছেদের পথেই এগোচ্ছেন এ তারকা দম্পতি। যদিও এ বিষয়ে এখনো কোনো বিবৃতি মেলেনি দুজনের তরফে।

‘দসভি’ ছবিতে অভিনয়ের সময় থেকে নাকি নিমরত কৌরের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় অভিষেকের। তার পরেই ধীরে ধীরে ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্কে চিড় ধরেছে। নিমরতের কারণেই নাকি বিয়ে ভাঙতে বসেছে অভিষেক-ঐশ্বরিয়ার। সামাজিকমাধ্যমজুড়ে এখন বচ্চন পরিবারকে নিয়ে ফিসফাস। নিমরতকে নিয়ে নানা ধরনের মিম ছড়িয়েছে। ক্রমাগত ঐশ্বরিয়ার সঙ্গে তার তুলনা টানা হচ্ছে। কয়েক মাস ধরেই এ জল্পনা চলছে। অবশেষে এই প্রসঙ্গে নীরবতা ভাঙলেন অভিনেত্রী নিমরত কৌর।

এর আগে ২০২২ সালে ‘দসভি’ ছবিতে অভিষেকের সঙ্গে অভিনয় করেছিলেন নিমরত। সেই সময় অভিষেক ও ঐশ্বরিয়ার বিয়ের বয়স ১৫ বছর। এ কথা শুনে খানিক অবাক হয়েছিলেন নিমরত। অভিষেকের ১৫ বছরের সুখী দাম্পত্যের জন্য প্রশংসা করেছিলেন সাক্ষাৎকারের সঞ্চালকও।

এ কথা শুনে অবাক হয়ে নিমরত বলেছিলেন— ‘১৫ বছর!’ অভিষেক বলেন, হ্যাঁ দীর্ঘ ১৫ বছর। ২০০৭ থেকে ২০২২। অবাক ভঙ্গিতেই নিমরত উত্তর দেন, ‘অসাধারণ।’

পুরোনো সেই ভিডিও আচমকাই ছড়িয়ে পড়তে শুরু করে সামাজিকমাধ্যমে। অবশেষে মুখ খুললেন নিমরত। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি যা খুশি করি, লোকে কথা বলবেই। এসব গসিপ বন্ধ করা আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি আমার কাজে মনোনিবেশ করেছি।

Share this post

scroll to top