চট্টগ্রামে টায়ারের কারখানায় আগুন

ctg-6719dcad285de.jpg

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের হালিশহর নয়াবাজার এলাকায় শাহজালাল রাবার অ্যান্ড সোল নামের একটি টায়ারের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কারখানায় আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস অফিসের মবিলাইজিং অফিসার মো. কপিল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকাল ৯টা ২৫ মিনিটে ওই কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় এক ঘণ্টা কাজ করে ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।

Share this post

scroll to top