কার হাতে উঠছে এমবাপ্পের আর্মব্যান্ড

3-10-67078e1025e49.jpg

ক্রীড়া ডেস্ক : ফ্রান্স ফুটবলকে বিদায় জানিয়ে দিয়েছেন অধিনায়ক আঁতোয়া গ্রিজম্যান। এর পর থেকেই নেতৃত্বের আলোচনায় কিলিয়ান এমবাপ্পের নাম। ধারণা করা হচ্ছিল এমবাপ্পের হাত ধরে নতুন যুগে প্রবেশ করবে ফরাসিরা। উয়েফা নেশন্স লিগে আর্মব্যান্ড হাতে দেখা যাবে রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়াডকে। তবে সেটি এখন হচ্ছে না।

রিয়ালের হয়ে খেলতে গিয়ে চোটে পড়েছেন এমবাপ্পে। ফলে নেশন্স লিগের ম্যাচে ইসরাইল ও বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না তার। যার ফলে নতুন অধিনায়ক খুঁজতে হচ্ছে কোচ দিদিয়ের দেশমকে। আর এরই মধ্যে অধিনায়ক খুঁজে ফেলেছেন তিনি। আধিনায়কের আর্মব্যান্ড উঠতে যাচ্ছে রিয়ালে এমবাপ্পের সতীর্থ অরেলিয়েঁ চুয়ামেনির হাতে।

গত মাসে রিয়াল মাদ্রিদের হয়ে এমবাপ্পে চোটে পড়লে অনিশ্চয়তা তৈরি হয় নেশন্স লিগে ইসরায়েল ও বেলজিয়ামের বিপক্ষে তার খেলা নিয়ে। তখন থেকেই আলোচনা কে হচ্ছেন ফ্রান্সের নতুন অধিনায়ক। যেখানে চুয়ামেনি ছাড়াও অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন বার্সেলোনা ডিফেন্ডার হুলেস কৌন্দে ও এসি মিলান গোলরক্ষক মাইক মাইনিয়ন। তবে শেষ পর্যন্ত চুয়ামেনির ওপরই আস্থা রেখেছে দেশম।

এর আগে নেশন্স লিগের গ্রুপপর্বের প্রথম ম্যাচে ইতালির বিপক্ষে হারের পর দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলে জেতে ফ্রান্স। ইসরাইলের বিপক্ষে প্রথম লেগে আজ রাত ১২টা ৪৫ মিনিটে মাঠে নামবে ফ্রান্স। এরপর দ্বিতীয় লেগে আগামী ১৫ অক্টোবর বেলজিয়ামের মুখোমুখি হবে দলটি।

Share this post

scroll to top