‘আ.লীগের ষড়যন্ত্রের জবাব দেওয়ার সময় এসেছে’

p-tongi-6704e67a20e90.jpg

ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম দিপু বলেছেন, গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আহসানউল্লাহ মাস্টারকে হত্যা করিনি। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলাম না। আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমি প্রায় ২০ বছর ধরে প্রবাসে রয়েছি। এবার সময় এসেছে আওয়ামী লীগের ষড়যন্ত্রের জবাব দেওয়ার।

দিপুর ৫০তম জন্মদিন উপলক্ষ্যে সোমবার রাতে গাজীপুরের টঙ্গীর পাগাড় এলাকায় আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

নুরুল ইসলাম দিপু বলেন, আগামী ছয় মাসের মধ্যে আমি দেশে ফিরব। আওয়ামী লীগের নেতাকর্মীদের সত্যের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

টঙ্গী পূর্ব থানা জাতীয় পার্টির সভাপতি সোহেল রানার সভাপতিত্বে ও নূরে আলম আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রেকাত বানু। অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় পার্টির টঙ্গী পূর্ব থানার সভাপতি সাইফুল্লাহ খানসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

এ সময় বিশেষ মোনাজাত শেষে উপস্থিত সবার মধ্যে জন্মদিনের কেক ও খাবার বিতরণ করা হয়।

Share this post

scroll to top