ক্রীড়া ডেস্ক : বিসিবিপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ পরপরই কোচ হাথুরুসিংহকে নিয়ে ফারুক আহমেদ জানিয়েছিলেন, ‘আগের অবস্থান থেকে সরিনি আমি।’ আগের অবস্থানটা কি? সেটা হলো- কোচ হাথুরুসিংহকে রাখতে চান না তিনি।
এরপর দেড় মাস পেরিয়ে গেলেও এখনও বাংলাদেশের কোচ হিসেবে রয়ে গেছেন হাথুরু। পাকিস্তান সিরিজের পর তার অধীনেই ভারত সফর করছে বাংলাদেশ দল। তাহলে কি কোচ হিসেবে থেকে যাচ্ছেন হাথুরু। অবস্থান বদলেছেন বিসিবিপ্রধান? এমন প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছিল তখন, ফের বিসিবিপ্রধান জানালেন হাথুরুকে নিয়ে অবস্থানটা একই আছে তার। তবে তার আগে উপযুক্ত কোচ খুঁজতে চান তিনি।
সোমবার বিসিবির বোর্ড মিটিং শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হাথুরুসিংহের প্রসঙ্গে ফারুক বলেন, ‘দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, এরকম কথা কিন্তু আমরা জাতীয় দলের ক্ষেত্রে বলতে পারব না…।’
ফারুক খোলাসা করে বলেন, ‘নাহ, রাখব না। তবে এটার জন্য সময় দিতে হবে। এখনও কিন্তু ছয় মাস বাকি আছে মেয়াদের। এখনও তিনটি সিরিজ আছে সামনে, ছয় মাস সময় আছে। আমরা চেষ্টা করছি, ইতিবাচক কিছু তাড়াতাড়ি দেখতে পাবেন। আমি যদি কিছু না করি, ফলপ্রসূ কিছু না পেলেও হুট করে সিদ্ধান্ত নিতে পারব না। তবে এটা এখনও আমাদের চিন্তায় আছে, মাথায় আছে এটা। খুব শিগগিরই দেখতে পাবেন, আগের মতোই বলছি…।’