টিসিবির পণ্যসহ আটক, সেই বিএনপি নেতাকে অব্যাহতি

kandua-6700f50418a6b.jpg

ডেস্ক রিপোর্ট: নেত্রকোনার কেন্দুয়ায় টিসিবির পণ্য বাড়িতে মজুত রাখায় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় নীতি আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য উপজেলার পাইকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম ভুঁইয়াকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার রাতে কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ভূঞা মজনু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানিয়েছেন ।

এতে আরও উল্লেখ হয়েছে, পাইকুড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালামকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন ভূঞা বলেন,  দলের শৃঙ্খলাবিরোধী ও নীতি আদর্শের পরিপন্থি কাজ করায় আবুল হাসেমকে অব্যাহতি দেওয়া হয়েছে। এমনকি  দলের যে কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে তাকেই বহিষ্কার করা হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সেনাবাহিনী অভিযান চালিয়ে আবুল হাসেম ভুঁইয়ার বাড়ি থেকে টিসিবির ১৮০ কেজি চাল, ৭০ কেজি ডাল এবং ৭২ লিটার তৈলসহ  তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে এই নেতার বিরুদ্ধে পুলিশ মামলা রুজু করে তাকে আদালতে হাজির করেন। আদালতের নির্দেশে ওই নেতা জেল হাজতে রয়েছেন।

Share this post

scroll to top