জরুরি বাংকারে আশ্রয় নিয়েছে ইসরাইলি নিরাপত্তা মন্ত্রিসভা

235698-66fca4575926f.jpg

ডেস্ক রিপোর্ট: ইরানি ক্ষেপণাস্ত্র হামলার মুখে ইসরাইলি নিরাপত্তা মন্ত্রিসভা জরুরি বাংকারে আশ্রয় নিয়েছে। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তাদেরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ হামলার পর ইসরাইলি নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। হামলায় ক্ষয়ক্ষতির কোনো খবর এখনো পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্ট বলা হয়েছে, মঙ্গলবার (১ অক্টোবর) ইরানের আকাশ আলোকিত হয়ে ওঠে। তাবরিজ, খাসান ও তেহরানের উপকণ্ঠ থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর আগে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরাইলকে ইরানের হামলার বিষয়ে সতর্ক করা হয়।

এদিকে, জাতিসংঘে ইরানের স্থায়ী মিশনের পক্ষ থেকে বলা হয়, ইসরাইলকে তেহরানের সমুচিত জবাব দেওয়া হয়ে গেছে। এক্সে দেওয়া বার্তায় বলা হয়, সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি ইরানের আইনি, যুক্তিসংগত ও বৈধ প্রতিক্রিয়া জানানো হয়েছে।

জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন আরও বলেছে, ইসরাইল যদি এর জবাব দেওয়া সাহস দেখায় বা নৃশংসতার আরও কাজ করে তবে পরবর্তী সময়ে আরও কঠিন প্রতিক্রিয়া দেখানো হবে। এ হামলা থেকে আঞ্চলিক রাষ্ট্রগুলো ও ইসরাইল সমর্থকদের দূরে থাকতে বলেছে ইরান।

Share this post

scroll to top