নাসরুল্লাহকে প্রতিরোধের ‘রোল মডেল’ আখ্যা ইরানের

3-6-66f91f0a9106e.jpg

ডেস্ক রিপোর্ট: ইসরাইলের হামলায় হিজবুল্লাহ প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (এসএনএসসি)। শনিবার এ নিয়ে এক শোক বিবৃতি দিয়েছে তারা। যেখানে নাসরুল্লাহকে প্রতিরোধের রোল মডেল হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

নাসরুল্লাহকে দেওয়া ওই শোক বিবৃতিতে আরও বলা হয়েছে, তার মৃত্যু সত্ত্বেও চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত প্রতিরোধের পথ অব্যাহত থাকবে।

এসএনএসসি বলছে, নাসরুল্লাহ এই অঞ্চলে প্রতিরোধের জন্য একটি রোল মডেল ছিলেন। তিনি ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনির চিন্তাধারায় প্রশিক্ষিত ছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, নেতাদের শাহাদাতে প্রতিরোধ সবসময় শক্তিশালী হয়েছে। কাজেই নিশ্চিত বিজয় না হওয়া পর্যন্ত প্রতিরোধের পথ চলমান থাকবে।

Share this post

scroll to top