গাজা যুদ্ধে আন্তর্জাতিক আইন পদদলিত : জাতিসংঘ মহাসচিব

Untitled-9-copy-8.jpg

খুলনার দর্পণ ডেস্ক : গাজা যুদ্ধে জড়িত সব পক্ষ আন্তর্জাতিক আইনকে পদদলিত করছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি সেখানে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।
সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে গত ১৭ জানুয়ারি অ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘যুদ্ধরত সব পক্ষ আন্তর্জাতিক আইনকে অবজ্ঞা করছে, জেনেভা কনভেনশনকে পদদলিত করছে। এমনকি, জাতিসংঘ সনদেরও লঙ্ঘন করছে।’
জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ‘বিশ্ব ওইসব বেসামরিক লোকজনের পাশে আছে, যাদের অধিকাংশই নারী ও শিশু, যাদের হত্যা করা হয়েছে, আহত হয়েছে, বোমাবর্ষণ করা হয়েছে, বাড়িঘর ছাড়তে বাধ্য করা হয়েছে এবং যাদের কাছে মানবিক ত্রাণ সহায়তা পৌঁছাতে দেয়া হচ্ছে না।’
অ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘আমি গাজায় দ্রুত মানবিক যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করছি এবং দ্বি-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে একটি প্রক্রিয়ার কথা বলছি, যা ইসরায়েলি ও ফিলিস্তিনিদের জন্য টেকসই শান্তি নিয়ে আসবে।’
তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির আহ্বান নাকচ করে দিয়ে বলেছেন, ‘হামাসকে সম্পূর্ণ পরাজিত না করা এবং গত ৭ অক্টোবর ইসরায়েল থেকে হামাসের ধরে নিয়ে যাওয়া জিম্মিদের উদ্ধার না করা পর্যন্ত গাজায় অভিযান চলবে।’
৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চলায় হামাস। যার প্রতিক্রিয়ায় গাজায় তীব্র বিমান হামলা শুরু করে ইসরায়েল। পরে শুরু হয় স্থল অভিযান। গত প্রায় সাড়ে তিনমাস ধরে চলা এই হামলায় গাজার ২৩ লাখ বাসিন্দার প্রায় সবাই নিজ নিজ বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।
খাবার, পানি, জ্বালানি ও ওষুধসহ নিত্যপণ্যের মারাত্মক সংকটে গাজায় ভয়াবহ মানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যেখানে ত্রাণ কার্যক্রমও ঠিকমতো পরিচালিত হতে দেয়া হচ্ছে না। গাজা দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বলে আগেই সতর্ক করেছে জাতিসংঘ।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top