‘লেবাননকে আরেকটি গাজা হিসেবে দেখতে চায় না বিশ্ববাসী’

UN-66f3467547ac4.jpg

ডেস্ক রিপোর্ট: কঠোর নিরাপত্তায় জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন শুরু হয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে এ অধিবেশন শুরু হয়।

সোমবার লেবাননে হিজবুল্লাহর হাজারখানেক লক্ষ্যবস্তুতে ইসরাইলি হামলার প্রেক্ষিতে মহাসচিব বলেন, লেবানন যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। লেবাননের জনগণ, গাজার জনগণ, বিশ্ববাসী লেবাননকে আরেকটি গাজায় পরিণত হতে দেখতে চায় না।

গুতেরেস আরও বলেন, দায়মুক্তি, বৈষম্য ও অনিশ্চয়তার কারণে বর্তমান বিশ্বের এ অবস্থা। এভাবে চলতে পারে না। সারা বিশ্ব আমাদের (জাতিসংঘ) দিকে তাকিয়ে আছে। চলুন আমরা বিশ্ববাসীর কাছে মূল্যবোধ, নৈতিকতার প্রকৃত আদর্শ হয়ে উঠি। যাতে ইতিবাচক কাজের জন্য মানুষ আমাদের মনে রাখে।

মহাসচিব বলেন, বৈশ্বিক অবস্থা স্থিতিশীল নয়। প্রতিবন্ধকতা থাকবেই। তবে এই প্রতিবন্ধকতা আলোচনা করেই সমাধান করা যাবে।

Share this post

scroll to top