ক্রীড়া ডেস্ক : চেন্নাই টেস্টে বাংলাদেশকে ২৮০ রানে হারিয়েছে ভারত। আগামী ২৭ সেপ্টেম্বর কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দল দুটি। আর সেই টেস্টের আগে দল ঘোষণা করেছে স্বাগতিক ভারত। যেই দলে নেই কোনো পরিবর্তন। অর্থাৎ চেন্নাই টেস্টের সাফল্যে আস্থা রেখেছে ভারত।
এর আগে, বলা হচ্ছিল চেন্নাই টেস্টে জয় পেলে দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হতে পারে তারকা পেসার জাসপ্রিত বুমরাহসহ দলের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন ক্রিকেটারকে। তবে সে পথে হাঁটেনি বিসিসিআই। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিততে পূর্ণ শক্তির দলেই আস্থা কোচ গৌতম গম্ভীরের।
ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সারফরাজ খান, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দ্বীপ, জাসপ্রিত বুমরাহ ও যশ দয়াল।
বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম , জাকির হাসান, মুমিনুল হক , মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান ও খালেদ আহমেদ।