ইরানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি অনুমোদন পুতিনের

ezgif-4-e2808f46d7-66ebfa65b4ad7.jpg

 ডেস্ক রিপোর্ট: গত ১০ সেপ্টেম্বর ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি। রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।  এরপরও দুটি দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে ফাটল ধরানো যায়নি।

ডিক্রিতে বলা হয়েছে, নির্দিষ্ট সময়সীমা ছাড়াই এই ধরনের একটি চুক্তি স্বাক্ষর করা হবে।

সম্প্রতি রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগু ইরানের রাজধানী তেহরান সফর করেছেন। ওই সফরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।

Share this post

scroll to top