ডেস্ক রিপোর্ট: চলমান প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় বিভিন্ন সময় ভোট কারচুপির অভিযোগ এনেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। সেই সঙ্গে জানিয়েছেন, নির্বাচনে হেরে গেলে ভোটের ফলকে চ্যালেঞ্জ জানাবেন তিনি। তবে নির্বাচনের শেষ দিনে ট্রাম্প জানিয়েছেন, ফল মেনে নেবেন তিনি। যদি সুষ্ঠু নির্বাচন হয় তবে।
ফলকে চ্যালেঞ্জ জানাবেন কিনা এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘যদি এটি সুষ্ঠু নির্বাচন হয়, তবে আমিই সবার আগে ফল মেনে নেব।’ যদিও তার কাছে সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড কী, সে ব্যাপারে সুনির্দিষ্ট কিছু বলেননি তিনি।
তবে এটুকু বলেছেন, নির্বাচনে হেরে গেলে সমর্থকদের ‘সহিংসতার ব্যাপারে’ বিরত থাকতে বলার কোনো পরিকল্পনাও নেই তার; কেননা, তার মতে তার সমর্থকরা ‘সহিংস লোক’ নয়।
যদিও এর আগে, ২০২০ সালে জো বাইডেনের বিপক্ষে হারের পর ফলকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন ট্রাম্প। বার বার আইনের সহায়তা চেয়েছেন তিনি। পরে কোথায় সুফল না পেয়ে ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে হামলা চালায় ট্রাম্পের কর্মীরা। এবারও তেমনটি হতে পারে ধরে নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা।