দর্পণ রিপোর্ট :
বর্ণাঢ্য আয়োজনে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে দুই দিন ব্যাপী ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সেখ মো: এনায়েতুল বাবর সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের রূপসা বাইপাস রোডে স্থায়ী ক্যাম্পাসের মাঠে আনুষ্ঠানিকভাবে এ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর কানাই লাল সরকার, স্টুডেন্ট ওয়েলফেয়ার এর প্রেসিডেন্ট প্রফেসর ড.মো: নওশের আলী মোড়ল, প্রক্টর মো: আসাদুজ্জামান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, দুই দিন ব্যাপী এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ৬টি বিভাগ অংশগ্রহণ করছে। প্রথম দিনে গ্রুপ পর্বের খেলা শেষে বিবিএ, সিই, ইএলএল এবং আইন বিভাগ সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে। মঙ্গলবার বিকালে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।