জাবিতে মাদকসহ ধরা ক্যান্টিনবয়

image-845014-1725047379.jpg

ডেস্ক রিপোর্ট: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হলের ক্যান্টিন বয়কে মাদকসহ হাতেনাতে আটক করেছে হলের শিক্ষার্থী ও নিরাপত্তা কর্মীরা। এ ঘটনায় হলের একটি ক্যান্টিন বন্ধ করে দিয়েছে হল প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে মীর মশাররফ হোসেন হলের ‘এ’ ব্লকের তৃতীয় তলায় গোপন তথ্যের ভিত্তিতে ক্যান্টিনবয় মোহাম্মাদ আসিফকে হাতেনাতে গাঁজাসহ আটক করে হলের নিরাপত্তা কর্মীরা। এ সময় তার কাছে গাঁজা পাওয়া যায়। নিরাপত্তাকর্মীরা শিক্ষার্থীদের উপস্থিতিতে তাকে হল প্রশাসনের কাছে হস্তান্তর করে।

আসিফের স্বীকারোক্তি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বটতলা এলাকার লেকু ও গেরুয়া এলাকার খান নামক দুই ব্যক্তি মাদক সাপ্লাই দেয় বলে জানা যায়।

এ ব্যাপারে হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ অধ্যাপক মাহমুদুর রহমান বলেন, মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি প্রয়োগ করব।

Share this post

scroll to top