ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনবহরে ১৯৯৪ সালে হামলার মামলায় করাভোগকারী পাবনার ঈশ্বরদীর ৪৭ বিএনপি নেতাকর্মীর মধ্যে ৩০ জনকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিজয়-৭১ এর ১১ আদালতের দ্বৈত বেঞ্চের বিচারপতি এএসএম আব্দুল মবিন ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার তাদের জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি নেতা অ্যাডভোকেট জামিল আক্তার এলাহী। এদিকে নেতাকর্মীরা জামিন পাওয়ায় বুধবার দুপুরে বিএনপির উদ্যোগে ঈশ্বরদী শহরে আনন্দ মিছিল বের করা হয়।
এছাড়া আরও ১০ বছর করে সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ১৩ জনের জামিন মিলেছে। তারা হলেন-ইউপি চেয়ারম্যান নেফাউর রহমান (ভিপি রাজু), আজমল হোসেন ডাবলু, আনোয়ার হোসেন জনি, রনো, বরকত আলী, চাঁদ আলী, এনামুল কবীর, মোক্তার, হাফিজুর রহমান মুকুল, হুমায়ুন কবীর দুলাল, জামনুল, তুহিন বিন সিদ্দীক ও ফজলুর রহমান প্রামাণিক।
অ্যাডভোকেট জামিল বলেন, রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ মামলাটির মৃত্যুদণ্ডের সাজা পাওয়াদের জামিনের বিষয়টি আদালতে প্রক্রিয়াধীন রয়েছে।
কারাবন্দিদের পক্ষে মামলাটি পরিচালনা করেন ব্যারিস্টার কায়সার কামাল। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট জামিল ও অ্যাডভোকেট এএইচএম কামরুজ্জামান মামুন।