লিপস্টিক পরে পায়রার মতো লাফায়, রিজওয়ানকে কটাক্ষ ভারতীয় আম্পায়ারের

image-842585-1724576706.jpg

ক্রীড়া ডেস্ক : পাকিস্তানের অন্যতম ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। তিন ফরম্যাটেই পাকিস্তানের ব্যাটিংয়ের মূল স্তম্ভ। পাশাপাশি উইকেটের পেছনেও পাকিস্তানের মূল ভরসার জায়গা রিজওয়ান। তাকেই এবার কটাক্ষ করেছে ভারতীয় আম্পায়ার অনিল চৌধুরী।

এই আম্পায়ারের অভিযোগ উইকেটের পেছনে প্রতি বলেই পায়রার মতো লাফায় রিজওয়ান।

রিজওয়ানের উইকেটকিপিং নিয়ে বিরক্তি প্রকাশ করে অনিল বলেন, ‘প্রচণ্ড বেশি আউটের আবেদন করে রিজওয়ান। আমি অন্য আম্পায়ারদের সাবধান করে দিতাম। প্রতি বলে চিৎকার করে। পায়রার মতো লাফাতে থাকে। লিপস্টিকের মতো কী একটা পরে ও। ভাল আম্পায়ারেরা জানে কোন উইকেটরক্ষক ভাল। আম্পায়ার ভাল হলে এই ভাবে আবেদন করে কোনও লাভ হয় না।’

অনিল আরও বলেন, ‘এখন অনেক ধরনের প্রযুক্তি এসে গিয়েছে। এই ভাবে আবেদন করে নিজেকে লজ্জায় কেন ফেলে কে জানে? কিছু একটা ভুল হয়ে গেলে দর্শকেরা উইকেটরক্ষককে নিয়েই মশকরা করবে।’

বর্তমানে রিজওয়ান পাকিস্তানের হয়ে বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে খেলছেন। সেখানে প্রথম ইনিংসে ১৭১ রানের অপরাজিত একটা ইনিংস খেলেছেন তিনি। যা তার ক্যারিয়ার সর্বোচ্চ।

Share this post

scroll to top