অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্বীকার করে প্রধান শিক্ষকের পদত্যাগ

image-842519-1724541819.jpg

ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার এক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার দায়িত্বকালে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ স্বীকার করে প্রধান শিক্ষকের পদ থেকে পদত্যাগ করেছেন।

শনিবার উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষীমুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ আহমেদের বিরুদ্ধে স্থানীয় এলাকাবাসী বিভিন্ন অনিয়ম ও অভিযোগ তুলে পদত্যাগ দাবি করলে তিনি নিজের বিরুদ্ধে আনিত অভিযোগ সব স্বীকার করে পদত্যাগপত্রে স্বাক্ষর করে বিদ্যালয় থেকে বের হয়ে যান।

এদিন কয়েকশত এলাকাবাসী প্রধান শিক্ষক মো. মোশারফ আহমেদের সামনে উপস্থিত ব্যক্তিবর্গের অভিযোগ গুলো উপস্থাপন করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো চতুর্থ শ্রেণীর ৪ জন কর্মচারী নিয়োগের মাধ্যমে ১০ লাখ ৮ হাজার টাকা ঘুষ গ্রহণ।

উপস্থিত ঘুষ দিয়ে চাকরি প্রাপ্ত ৪ জন কর্মচারী প্রমাণসহ ঘুষ দেওয়ার কথা স্বীকার করে সবার সামনে বক্তব্য দিয়ে তার সত্যতা প্রমাণ করেন। এছাড়াও স্কুলের বালু বিক্রি করে প্রায় ১৫ লাখ টাকা আত্মসাৎ, স্কুলের নির্মিত ঘর বিক্রি, বই ক্রয়ের নামে ২ লাখ টাকা আত্মসাৎ সহ বিভিন্নভাবে ভূয়া ভাউচার করে প্রায় ৫৬ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ প্রমাণসহ উপস্থিত করা হয়।

এসময় স্কুলের দাতা সদস্য হাবিবুল্লাহ মুঞ্জুর আলী মেম্বারের সভাপতিত্বে ও দাতা সদস্য এবিএম মাছুম রেজার সঞ্চালনায় উপস্থিত ছিলেন হৃদয় আহমেদ জালাল, পত্তন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. দারু মিয়া, বিজয়নগর যুব উলামা পরিষদের সভাপতি মুফতি রহমান উল্লাহ কাসেমী, মো. ইব্রাহিম মিয়া, মো. হারুন অর রশীদ প্রমুখ।

Share this post

scroll to top