ক্রীড়া ডেস্ক : রাওয়ালপিন্ডির বৃষ্টি প্রথম টেস্টের প্রথমদিনের খেলা হতে দেয়নি ২৩০ মিনিট। বুধবার প্রথম টেস্টের খেলা শুরু করা সম্ভব হয়নি লাঞ্চের আগে। আগেরদিন রাতে ও কাল সকালে বৃষ্টির দরুন চার ঘণ্টারও বেশি সময় হয়নি ব্যাট-বলের লড়াই। খেলা হয়েছে মাত্র ৪১ ওভার। এমন বৃষ্টিভেজা দিনে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেবেন যে কোনো অধিনায়ক। নাজমুল হোসেনও তাই করলেন। ফলও পেলেন হাতেনাতে। প্রথম ১০-১৫ ওভারে বাংলাদেশ চেপে ধরে পাকিস্তানকে। ১৬ রানেই তিন উইকেট হারিয়ে স্বাগতিকরা প্রচণ্ড চাপে পড়ে যায়। এর মধ্যে বাবর আজম দুই বলে কোনো রান না করে শরীফুল ইসলামের দ্বিতীয় শিকারে পরিণত হন। বাঁ-হাতি পেসার শরীফুল চার বলের ব্যবধানে দুই উইকেট নেন। তার অপর শিকার পাকিস্তান অধিনায়ক শান মাসুন (৬)। চতুর্থ ওভারেই আবদুল্লাহ শফিককে (২) জাকির হাসানের ক্যাচ বানিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দিয়েছিলেন ডান-হাতি পেসার হাসান মাহমুদ।
মোহাম্মদ রিজওয়ান ২৪ রান নিয়ে আজ দ্বিতীয়দিন শুরু করবেন। চার উইকেট সমান নিজেদের মধ্যে ভাগ করে নেন শরীফুল ইসলাম (২/৩০) ও হাসান মাহমুদ (২/৩৩)।