হাসানের ৫ উইকেট, সিরিজ জিততে বাংলাদেশের লক্ষ্য ১৮৫

image-846128-1725269854.jpg

ক্রীড়া ডেস্ক : প্রথম টেস্টে ১০ উইকেটের বিরাট ব্যবধানে জয়। এবার দ্বিতীয় টেস্টেও পাকিস্তানকে নাগালে রেখেছে সফরকারী বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে পাকিস্তানকে ১৭২ রানে অলআউট করেছে নাজমুল হোসেন শান্তর দল। এতে প্রথম ইনিংস ১২ রানে এগিয়ে থাকায় পাকিস্তান লিড পেয়েছে ১৮৪ রান।

অর্থ্যাৎ, দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে হারাতে বাংলাদেশের প্রয়োজন ১৮৫ রান। আর সেটা হলে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ।

গতকাল দিনশেষে ২ উইকেটে ৯ রান দিন পাকিস্তান আজ বাকি ৮ উইকেটে তুলেছে ১৬৩ রান। পাকিস্তান ইনিংসে ৬ চার এবং এক চারের সাহায্যে সর্বোচ্চ ৪৭ রানে অপরাজিত ছিলেন আগা সালমান। এছাড়া ৪৩ রান করেছেন মোহাম্মদ রিজওয়ান।

অন্যদিকে বাংলাদেশ বোলিং অ্যাটাকে দুর্দান্ত জুটি গড়েছেন হাসান মাহমুদ এবং নাহিদ রানা। গতকাল পাকিস্তানের জোড়া উইকেট নেওয়া হাসান মাহমুদ আজ নিয়েছেন আরো ৩ উইকেট। টেস্টে প্রথমবারের মতো এক ইনিংসে ৫ উইকেটের দেখা পেলেন ডানহাতি এই পেসার। এর মধ্য দিয়ে মেহেদি হাসান মিরাজের পর রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে ৫ উইকেট তুলে নাম লেখালেন আরো এক বাংলাদেশি। ব্যাটিংয়ে অবশ্য সেঞ্চুরি করে নাম লিখিয়েছেন মুশফিকুর রহিম এবং লিটন দাস।

হাসানের মতো বল হাতে উজ্জ্বল ছিলেন তরুণ নাহিদ রানা। ১১ ওভারে এক মেডেনসহ ৪৪ রান খরচায় নাহিদের শিকার ৪ উইকেট। এছাড়া ১ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। পাকিস্তান ইনিংসের ১০ উইকেটই নিয়েছেন টাইগার পেসাররা।

Share this post

scroll to top