বিশ্বকাপ শুরুর আগেই হারল বাংলাদেশ

3-1-66f8e5786cc30.jpg

ক্রীড়া ডেস্ক : নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আগামী ৩ অক্টোবর মাঠে নামবে বাংলাদেশ। তার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। তবে সেই প্রস্তুতিটা অবশ্য ভালো হলো না নিগার সুলতানা জ্যোতির দলের। ম্যাচে শ্রীলংকান মেয়েদের বিপক্ষে বাংলাদেশ হেরেছে ৩৩ রানের ব্যবধানে।

দুবাইয়ের আইসিসি একাডেমিতে হওয়া প্রস্তুতি ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১৪৩ রানের পুঁজি দাড় করায় লংকানরা। দলের হয়ে ৩৯ বলে সর্বোচ্চ ৪৩ রান করেন হাসিনি পেরেরা। এ ছাড়া নিলাকশিকা সিলভা করেন ২৩ বলে ৩০ এবং হার্শিতা সামারাবিক্রমা ২৭ বলে ২৯ রানের ইনিংস খেলেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন স্বর্ণা আক্তার।

জবাব দিতে নেমে শুরুতেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ৩৯ রানেই হারিয়ে বসে ৫ উইকেট। পরে লড়াই করেন অধিনায়ক জ্যোতি। ৩৮ বলে ৩০ রানে অপরাজিত থাকেন তিনি। তাতে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস থামে ১১০ রানে। ৩৩ রানের হার নিশ্চিত হয় বাংলাদেশের।

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আগামীকাল (সোমবার) বাংলাদেশের মেয়েরা পাকিস্তানের মুখোমুখি হবে। এরপর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ৩ অক্টোবর বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।

Share this post

scroll to top