সিনিয়র করেসপন্ডেন্ট..
খুলনায় শেরে বাংলা রোড এলাকায় মাছ ব্যবসায়ী ইয়াসিন আরাফাত (২২) হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবি জানিয়েছে ব্যবসায়ীরা।
বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে খুলনার ময়লাপোতা সন্ধ্যা বাজার ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন শেরে বাংলা রোড সন্ধ্যা বাজার ব্যবসায়ী সমিতির মোহাম্মদ জাহিদুল ইসলাম সুমন।
মানববন্ধনে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন ব্যবসায়ীরা।
গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে মাছ ব্যবসায়ী ইয়াসিন আরাফাতকে হত্যা করে কিশোর গ্যাং’র সদস্যরা। এ ঘটনায় শুক্রবার রাতে নিহত ইয়াসিনের বাবা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ছয়জনের বিরুদ্ধে খুলনা থানায় হত্যা মামলা দায়ের করেন। ইয়াছিন হত্যায় জড়িত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার তিনজন হলো- লবণচরা এলাকার ভাড়াটিয়া ইব্রাহিম ওরফে এলএক্স কাটার ওরফে নিরব, শেখপাড়া এলাকার আব্দুল্লাহ ও ৩ নং কাশেম সড়কের সজীব ওরফে আশিক ওরফে জার্বি।