আট বছর পর অভিনয়ে রিচি

image-840432-1724108440.jpg

বিনোদন ডেস্ক : অভিনেত্রী রিচি সোলায়মান। এক সময় নাটক নিয়ে প্রচুর ব্যস্ততা ছিল তার। দর্শকপ্রিয় নাটকের সংখ্যাও রয়েছে অনেক। তবে দীর্ঘ বছর ধরেই তিনি স্বেচ্ছায় অভিনয় থেকে দূরে রয়েছেন। যুক্তরাষ্ট্রে সংসার-সন্তান নিয়েই তার এখনকার ব্যস্ততা।

মাঝে মধ্যে দেশে আসেন। এবার ফিরছেন অভিনয়ে। দীর্ঘ আট বছর পর আবারো ক্যামেরার সামে দাঁড়িয়েছেন তিনি। সম্প্রতি একটি ওয়েব ফিল্মের শুটিং করেছেন কলকাতায়।

এ বিষয়ে রিচি বলেন,  ‘সিদ্ধান্ত নিয়েছিলাম যদি নতুন করে কাজে ফিরি, তাহলে ভালো কোনো কিছু দিয়ে ফিরব। সেভাবেই ফিরেছি। আমি মনে করি, ভালো কাজ একজন শিল্পীকে অনেক দিন বাঁচিয়ে রাখে। ভালো কাজ করতে চাই। যে ওয়েব ফিল্মটি করেছি সেটি একটি নারীকেন্দ্রিক গল্প নিয়ে নির্মিত হয়েছে।’

Share this post

scroll to top