ক্রীড়া ডেস্ক : কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে গত শুক্রবার এক নারী চিকিৎসককে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। যার প্রতিবাদে এখন উত্তাল গোটা ভারত। বিক্ষোভ চলছে কলকাতায়। ভারতের অন্যান্য শহরেও এই বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদ হচ্ছে। যেই প্রতিবাদে যোগ দিয়েছেন ভারতের ক্রিকেটাররাও।
এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘গত কয়েক বছরে কিছুই পরিবর্তন হয়নি! যা ঘটেছে তা শোনার পর থেকে আমি আক্ষরিক অর্থেই বিধ্বস্ত হয়ে পড়েছি। নারীর ন্যায়বিচার নিশ্চিত হোক।’
এর আগে ঘটে যাওয়া বেশ কয়েকটি ধর্ষণের খবরের ছবি পাশাপাশি বসিয়ে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ভারতের তারকা পেসার মোহাম্মদ সিরাজ। তিনি লিখেছেন, ‘এবার কী অজুহাত দিবেন? এখানেও কি সেই মেয়েটার দোষ? কারণ পুরুষ তো পুরুষই থাকবে, তাই না?’
এর আগে প্রতিবাদে সরব হয়েছিলেন বুমরাহ। বৃহস্পতিবার তিনি ইনস্টাগ্রামের স্টোরিতে অভিনেত্রী আলিয়া ভাটের একটি পোস্ট শেয়ার করেন। যেখানে তিনি বলেন, ‘নারীর পথ বদলে দেওয়া নয়, জোর দিতে হবে পরিবেশ বদলে।’