ক্রীড়া ডেস্ক : সোনা জয়ের লক্ষ্য নিয়ে প্যারিস অলিম্পিকে পা রেখেছিল আর্জেন্টিনা। লক্ষ্য পূরণে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তিন ফুটবলারকেও দলে রেখেছিল তারা। তবে তাদের এখন ফিরতে হচ্ছে খালি হাতে। স্বাগতিক ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলে হেরে অলিম্পিকের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হলো আলবিসেলেস্তেদের। দলের এমন হারে হতাশ দলটির কোচ হ্যাভিয়ের মাচেরানো। ম্যাচশেষে ভাগ্যকে দায়ী করেছেন তিনি।
ফ্রান্সের বিপক্ষে হারের পর মাচেরানো বলেন, ‘এই অভিজ্ঞতা নতুন না। আমরা গোল পাইনি। ম্যাচে প্রথম ১৫ মিনিট কঠিন ছিল, বিশেষ করে শুরুর দিকে গোল হজমের পর। এরপর দল গুছিয়ে নিয়েছে এবং সমতায় ফেরার বেশ কিছু সুযোগও পেয়েছে। তবে যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি, সেটা নতুন কিছু না। ফুটবল এমনই। হার এড়াতে সম্ভাব্য সবকিছু করার পরও খালি হাতে ফিরতে হলো।’
অলিম্পিকে খেলা আর্জেন্টিনার তিন বিশ্বকাপজয়ী ফুটবলারকেও ধন্যবাদ জানিয়েছেন মাচেরানো। তিনি বলেন, ‘তিন সিনিয়র খেলোয়াড়ের প্রতি আমি কৃতজ্ঞ। সাহায্য করতে তারা আমাদের প্রতি হাত বাড়িয়ে দিয়েছে। তরুণদের প্রতিও কৃতজ্ঞতা। বাস্তবতা হলো, খুব খারাপ লাগছে। কারণ, দল অনেক দূর যাবে, এই আশা ছিল আমাদের।’
সেমিফাইনালে উঠার ম্যাচে এদিন ৫ মিনিটের মাথায় গোল হজম করে বসে আর্জেন্টিনা। ফরাসি স্ট্রাইকার জ্যাঁ-ফিলিপ মাতেতা এগিয়ে দেন ফ্রান্সকে। এরপর পুরো ম্যাচে চেষ্টা চালিয়েও যা শোধ দিতে পারেনি আর্জেন্টিনা। ম্যাচ শেষে ফ্রান্সের ফুটবলররা আক্রমণাত্মক উদযাপন শুরু করলে তাদের সঙ্গে বিবাদে জড়ায় আর্জেন্টিনার ফুটবলররা। এ সময় দু’দলের ফুটবলারদের হাতাহাতিতেও জড়াতে দেখা গেছে।