সোনাইমুড়ীতে চার জোনে বিপুল গ্যাসের সন্ধান

image-837702-1723584332.jpg

ডেস্ক রিপোর্ট: নোয়াখালীর সোনাইমুড়ীর ওয়াছেকপুর গ্যাসফিল্ডের বেগমগঞ্জ ৪নং কূপের খনন শেষে চারটি জোনে বিপুল পরিমাণ গ্যাসের সন্ধান পাওয়া গেছে। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ-৪ (ওয়েস্ট) কূপটির ড্রিলিং ইনচার্জ মো. আসাদুজ্জামান। তিনি বলেন, কূপের প্রতিটি জোনে গ্যাসের পরিমাণ জানার জন্য তা পরীক্ষা করা হবে।

বাপেক্স সূত্র জানায়, ২৯ এপ্রিল সোনাইমুড়ী উপজেলার ওয়াছেকপুরে নতুন গ্যাসকূপের (বেগমগঞ্জ-৪) আনুষ্ঠানিক খনন কাজের উদ্বোধন করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। নির্দিষ্ট সময়ের আগেই খনন কাজ শেষ করে সোমবার কূপটিতে আগুন দেওয়া হয়।

প্রাথমিকভাবে কূপটির চারটি জোনের প্রতিটি জোনে প্রতিদিন ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করে বাখরাবাদের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে বলে আশা করছে বাপেক্স। বাপেক্সের প্রকৌশলী ও শ্রমিকসহ দুই শতাধিক ব্যক্তি এ খনন কাজের সঙ্গে যুক্ত আছেন।

Share this post

scroll to top