বিনোদন ডেস্ক : ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তাকে বহনকারী বিমান দুপুর ২টা ১০ মিনিটে অবতরণ করে।
এজন্য নির্মাতা অনন্য মামুন তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন ‘অপেক্ষা করো আজ আমাদের নেতা আসছে’।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে অনন্য মামুন লিখেছেন, ‘তোমরা যারা দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য নাটক করছো এই পোস্টটা তাদের জন্য। আমাদের বাংলাদেশ সকল ধর্মের মানুষ নিরাপদ। বিছিন্ন কিছু ঘটনা সব দেশেই ঘটে।’
সবশেষ তিনি লেখেন, ‘অপেক্ষা করো আজ আমাদের নেতা আসছে। দেখবা নেতা, ছাত্র ও দেশপ্রেমিক জনসাধারণ মিলে দেশটা কিভাবে পরিবর্তন করে।’
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে সরকারের উপদেষ্টারা শপথ নেবেন বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল সেনা সদরে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানিয়েছেন।