ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা আন্দোলনের সময় একদিকে বিক্ষোভ চলছিল অপরদিকে জঙ্গি ঢুকে হত্যাকাণ্ড চালানোর পাশাপাশি সরকারের সেবাদান প্রতিষ্ঠানগুলোতে অগ্নিসংযোগ করা হলো। সেতু ভবন, ডাটা সেন্টার, বিটিভি, সাবমেরিন ক্যাবল, হাসপাতাল থেকে শুরু করে বহু সেবাদান প্রতিষ্ঠানে আগুন দেওয়া হল। শুধু তাই নয়— সিটি করপোরেশনের ময়লা ফেলার অত্যন্ত আধুনিক গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার শোক দিবসে কৃষক লীগের আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রজন্ম অনেক কিছুই জানে না। একটা সময় দেশের মানুষ কম্পিউটার চালানোও জানতো না। এখন সব সুবিধা দিয়ে সহযোগিতা করছি একটি শিক্ষিত জাতি তৈরির জন্য। আমরা যখন উন্নত জাতির জন্য কাজ করে যাচ্ছিলাম তখন দেখলাম পাকিস্তানের প্রেতাত্মা এখনও ছাড়েনি। কোটা আন্দোলনের নামে একের পর এক স্থাপনা ধ্বংস করেছে। জনগণ ভালো থাকার জন্য যত সেবাদান প্রতিষ্ঠান ছিল সব স্থাপনায় আগুন দিয়েছে তারা।
শেখ হাসিনা বলেন, কোটা ইস্যুকে কেন্দ্র করে এমন সহিংসতা, হত্যাকাণ্ড ঘটিয়েছে জঙ্গিরা। তারা একদিকে যেমন মানুষ মেরেছে অন্যদিকে মানুষকে সেবা দেওয়া জিনিসের ওপর ধ্বংসযজ্ঞ চালিয়েছে।