কমলা হ্যারিসের প্রচারণা তহবিলে ১ সপ্তাহে ২০ কোটি ডলার

image-831557-1722234021.jpg

ডেস্ক রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র ১০০ দিন বাকি। জো বাইডেন নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ানোর পরই ডেমোক্রেটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে কমলা হ্যারিসের নাম ঘোষণা করেছিলেন সাবেক মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি। গত শুক্রবার নিজের মনোনয়ন জমা দিয়েছেন কমলা হ্যারিস।

এর পরের দিন থেকেই সর্বশক্তি দিয়ে কমলার পাশে এসে দাঁড়িয়েছে ডেমোক্রেট শিবির। লাখো চাঁদাদাতা তার সমর্থনে এগিয়ে এসেছেন। এক সপ্তাহের ব্যবধানে তার নির্বাচনি প্রচারণা তহবিলে জমা পড়েছে প্রায় ২০ কোটি ডলার, যা বাংলাদেশি প্রায় দুই হাজার ২৩৫ কোটি টাকা।

এই অর্থের পুরোটাই ডোনেশন বা দান, আর দাতাদের মধ্যে বেশিরভাগই এবারের নির্বাচনে প্রথমবারের মতো কোনো প্রার্থীর (বা সম্ভাব্য প্রার্থী) তহবিলে অর্থ জমা দিয়েছেন।
কমলার সহকারী প্রচার ব্যবস্থাপক রব প্ল্যাহার্টি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে বলেন, ‘আমরা গত এক সপ্তাহ ধরে প্রচার শুরু করেছি। এর মধ্যে কমলা হ্যারিস ২০ কোটি ডলার তুলে ফেলেছেন। দাতাদের ৬৬ শতাংশই নতুন ডোনার। আমরা ১৭ হাজার নতুন স্বেচ্ছাসেবীকেও সই করিয়েছি।’

ইতোমধ্যে বিল ক্লিনটন, বারাক ওবামা, ন্যান্সি পেলোসির মতো বড় বড় ডেমোক্র্যাটিক নেতা কমলা হ্যারিসকে সমর্থন করার কথা জানিয়েছেন।

আগস্টে অনলাইন ভোটের মাধ্যমে নতুন প্রার্থীকে বেছে নেবে ডেমোক্র্যাটিক পার্টি। তারপ রই সম্ভবত আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসাবে কমলার নাম জানাবে তারা।

সাম্প্রতিক সমীক্ষায় দেখা যাচ্ছে, কমলা তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে প্রায় ছুঁয়ে ফেলেছেন।

Share this post

scroll to top