দর্পণ রিপোর্ট :
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি তে “Socio Economic impact of Padma Bridge in Southern part of Bangladesh ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায় প্রশাসন বিভাগ এবং রিসার্চ, পাবলিকেশন্স এন্ড কো কারিকুলার কমিটি যৌথভাবে এই সেমিনার আয়োজন করে। ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো: আনিসুর রহমান এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড: শেখ মো: এনায়েতুল বাবর।
কি নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয় ডেভলপমেন্ট স্টাডিস ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক বায়োজিদ খান। সেমিনারে বক্তব্য রাখেন বিজনেস স্টাটিজ ফ্যাকাল্টির ডীন ড: রউফ বিশ্বাস এবং রিসার্চ, পাবলিকেশন্স এন্ড কো কারিকুলার কমিটির সদস্য সচিব এবং ইংরেজি ভাষা এবং সাহিত্য বিভাগের প্রধান কামরুন্নাহার শীলা।
বক্তারা বলেন এদেশের মানুষের বহুদিনের লালিত স্বপ্ন পদ্মা বহুমূখী সেতু। সেতুটি নির্মাণের মাধ্যমে দেশের রাজধানী ও পূর্বাঞ্চলের সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছে। দেশের মোট জনসংখ্যার ২৭ শতাংশ মানুষের বসবাস এই অঞ্চলে। নির্মাণ খাত, কৃষি খাত, পর্যটন খাত এবং উৎপাদন ও পরিবহন সহ সার্বিক যোগাযোগ খাতে প্রবৃদ্ধিতে অবদান রাখছে পদ্মা সেতু। সেতুর প্রভাবে এই অঞ্চলে দারিদ্র্য ১ শতাংশ কমেছে, জিডিপি বেড়েছে ১ দশমিক ২৩ শতাংশ। এছাড়া , শিক্ষা , স্বাস্থ্য সেবা ও জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে। সেমিনার টি সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেখ মাহরুফুর রহমান। সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।