নিজস্ব প্রতিবেদক…….
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী রাত ৮টায় দোকানপাট বন্ধে অভিযান পরিচালনা করেছে খুলনা জেলা প্রশাসন।
মঙ্গলবার (১৯ জুলাই) রাতে দুই ভাগে বিভক্ত হয়ে প্রশাসনের পক্ষ থেকে জেলার গুরুত্বপূর্ণ স্থানসমূহে অভিযান পরিচালনা করা হয়।
সরেজমিনে দেখা যায়, রাত ৮টা ০১ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় হতে দুটি গাড়ি বের হয়। একটি গাড়ি নগরীর ডাকবাংলা মোড়ের দিকে ও অপরটি রূপসার দিকে চলে যায়।
এ সময় অভিযানের সংবাদ পেয়ে ডাকবাংলা মোড়ের মোবাইল মার্কেটের দোকানগুলো তড়িঘড়ি করে বন্ধ করতে দেখা যায়। এছাড়া নগরীর পিকচার প্যালেস মোড়ে হোটেল আজমলের নিচের দোকানগুলোও এ সময় বন্ধ করা হয়।
এদিকে, অভিযানের নেতৃত্ব দেওয়া খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব প্রথমদিনের মতো দোকানিদের সতর্ক করেন। এরপর সেখান থেকে তিনি খুলনা শপিংমল, নিক্সন মার্কেট, ডাকবাংলা মোড়, পাওয়ার হাউস মোড় ও শিববাড়ি মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন।
রূপায়ন দেব বলেন, প্রথমদিন সতর্কতামূলক অভিযান পরিচালনা করা হচ্ছে। আজ দুটি টিম নগরীতে অভিযান পরিচালনা করছে। একটি রূপসা ও অপরটি ডাকবাংলা ও নিউমার্কেটের দিকে। অভিযানের সহায়তায় আনসার ও এপিবিএন নেওয়া হয়েছে। প্রয়োজন হলে আগামীকাল থেকে পুলিশ ও র্যাবের সহযোগিতা নেওয়া হবে।
তিনি আরও বলেন, জেলা প্রশাসকের নির্দেশে সরকারের নির্দেশনা বস্তবায়নের জন্য এ অভিযান পরিচালিত হচ্ছে। যেখানে বেশি বিদ্যুৎ ব্যবহার করা হয়, সেখানে অভিযান চালানো হচ্ছে। আজ অভিযানের প্রথমদিন, তাই দোকান মালিকরা কনফিউশনে (দ্বিধায়) আছেন।
প্রথমদিন হওয়ায় তাদের বিরুদ্ধে কোনো জরিমানা করা হয়নি। আগামীকাল থেকে দোকানপাট খোলা রাখলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পরের অভিযান থেকে র্যাব ও পুলিশের সংখ্যা বাড়ানো হবে বলেও জানান রূপায়ন দেব।