ক্রীড়া ডেস্ক : মার্তিনেজের গোলে টানা দ্বিতীয় কোপা আমেরিকা শিরোপা জয়ের লক্ষ্য ১-০ গোলে এগিয়ে গেছে আর্জেন্টিনা। আজ কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। দুই দলের ফাইনাল ম্যাচের শুরু থেকেই আজ ছিল চরম নাটকীয়তা।
যুক্তরাষ্ট্রে বসা কোপা আমেরিকার ৪৮তম আসরের ফাইনালে নির্ধারিত সময়ে গোল দিতে পারেনি দুই দলের কেউই। আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যকার ফাইনাল ম্যাচটি তাই অতিরিক্ত সময়ে গড়িয়েছে।
যদিও কলম্বিয়া অনেক সুযোগ পেয়েছিল। অবশ্য সুযোগ পেয়েছিল আর্জেন্টিনাও। কিন্তু কেউ-ই পায়নি জালের নাগাল। ফলে ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে।