খুলনায় নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার

WhatsApp-Image-2025-05-17-at-8.04.58-PM.jpeg

খুলনা ব্যুরো :

খুলনায় নদী থেকে ১৩ বছরের অজ্ঞাতনামা কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) দুপুর পৌনে ১টার দিকে মীরেরডাঙ্গা খেয়াঘাট থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে স্থানীয়রা নদীর পানিতে মরদেহটি ভাসতে দেখে পাড়ে তুলে পুলিশকে খবর দেয়।

খানাজাহান আলী থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, মীরেরডাঙ্গা খেয়াঘাটের বাসিন্দারা মরদেহটি নদীর পানিতে ভেসে যেতে দেখে পানি থেকে পাড়ে তুলে পুলিশকে জানান। পুলিশ সংবাদ জেনে ঘটনাস্থলে পৌছায়। তিনি আরও বলেন, ছেলেটি বয়স অনুমান ১৩ হবে। নৌ-পুলিশকে খবর দেওয়া হয়েছে তারা আইনগত ব্যবস্থা নিবেন।

Share this post

scroll to top