নিজস্ব প্রতিবেদক…….
খুলনার লবণচরা এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও কর্মচারীকে মারধরের ঘটনায় দায়েরকৃত মামলায় সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আরিফ হোসেন মিঠুসহ ৬ জনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ।
সোমবার (২০ ফেব্রুয়ারি) আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে, একই দিন ভোরের দিকে লবণচরা থানা এলাকার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে র্যাব ও পুলিশ।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, গতকাল রোববার রাতে ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিঠুসহ কয়েকজন স্থানীয় ব্যবসায়ী মনিরের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালান। তারা দোকানের কর্মচারীকেও মারধর করেন। এ ঘটনায় ভুক্তভোগী মনির কাউন্সিলর মিঠুসহ সাত জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। পরে ভোরের দিকে র্যাবের সহায়তায় মিঠু, শামসু ও মজিবরকে গ্রেপ্তার করা হয়। পরে অপর আসামি হারুন, টুটুল ও হযরতকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কি কারণে ব্যবসায়ীর ওপর হামলা করা হয়েছে জানতে চাইলে ওসি এনামুল হক বলেন, তদন্ত চলছে। তদন্ত করে হামলার ব্যাপারে জানা যাবে।