গাজা সিটির একটি এলাকা খালি করার নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর

গাজা সিটির একটি এলাকা খালি করার নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর

ইসরায়েলি সেনাবাহিনী বুধবার গাজা সিটির একটি এলাকার বাসিন্দাদের সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। সেনাবাহিনী হুঁশিয়ার করে বলেছে, তারা ওই এলাকায় ‘চূড়ান্তভাবে আক্রমণ’ চালাবে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

গাজা সিটি থেকে এএফপি জানায়, ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র অবিচাই আদরাঈ এক্স (সাবেক টুইটার)-এ এক বার্তায় বলেন, গাজা স্ট্রিপের আল-রিমাল এলাকার কিছু অংশে অবস্থানরত বাসিন্দাদের উদ্দেশে— হামাস বেসামরিক এলাকা ব্যবহার করে সন্ত্রাসী তৎপরতা চালানোর কারণে ইসরাইলি সেনাবাহিনী এ অঞ্চলে প্রবল শক্তিতে হামলা চালাবে।

তিনি বলেন, আপনার নিরাপত্তার স্বার্থে অনতিবিলম্বে এলাকা ত্যাগ করুন।

Share this post

scroll to top