ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
গাজা সিটি থেকে এএফপি জানায়, ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র অবিচাই আদরাঈ এক্স (সাবেক টুইটার)-এ এক বার্তায় বলেন, গাজা স্ট্রিপের আল-রিমাল এলাকার কিছু অংশে অবস্থানরত বাসিন্দাদের উদ্দেশে— হামাস বেসামরিক এলাকা ব্যবহার করে সন্ত্রাসী তৎপরতা চালানোর কারণে ইসরাইলি সেনাবাহিনী এ অঞ্চলে প্রবল শক্তিতে হামলা চালাবে।
তিনি বলেন, আপনার নিরাপত্তার স্বার্থে অনতিবিলম্বে এলাকা ত্যাগ করুন।