ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় এক কৃষকের ক্ষেতে থাকা কর্তনকৃত বোরো ধান জোরপূর্বক তুলে নিতে পাঁয়তারা চালিয়ে আসছে প্রতিপক্ষ। প্রভাবশালী প্রতিপক্ষ দলবল নিয়ে প্রতিনিয়ত ওই ধান তুলে নেয়ার হুমকিতে দিশেহারা হয়ে পড়েছে ওই কৃষক। উপায়ান্তর না পেয়ে থানা পুলিশের দ্বারস্থ হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। উপজেলার গুটুদিয়া ইউনিয়নের খড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
থানায় দায়েরকৃত অভিযোগ ও দৌলতপুর থানাধীন কার্তিককুল এলাকার ভুক্তভোগী কৃষক মকবুল শেখের সাথে কথা বলে জানা যায়,২০০৮ সাল থেকে খড়িয়া মৌজায় তার নিজস্ব প্রায় ১২ বিঘা জমিতে ধান ও মাছ চাষ করে আসছেন তিনি। সম্প্রতি আড়ংঘাটা এলাকার আলমগীর হোসেন ও তার ভাই নাসিমের নেতৃত্বে তাদের দলবল নিয়ে ওই জমি জবর দখলের নেশায় মেতে ওঠে। তারই জের ধরে কৃষক মকবুল শেখের রোপিত ক্ষেতে থাকা কর্তনকৃত ধান জোরপূর্বক তুলে নিতে পাঁয়তারা চালিয়ে আসছে তারা। এ বিষয়ে জানতে চাইলে ওসি মোঃ মাসুদ রানা বলেন, কৃষকের রোপিত কর্তনকৃত ধান অন্য কেউ নিয়ে যাবে এটা ঠিক হবে না। অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
ডুমুরিয়ায় কর্তনকৃত বোরো ধান তুলে নিতে প্রতিপক্ষের পাঁয়তারা
