যুবদল কর্মীকে কুপিয়ে জখম

Rayhan-67bfe60fdd669.jpg

ডেস্ক রিপোর্ট: রাজধানীর তুরাগে নারীঘটিত ঘটনাকে কেন্দ্র করে রায়হানুল ইসলাম রানা (৩০) নামের এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।

বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তুরাগের দিয়াবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। রায়হান স্থানীয় তুরাগ থানাধীন ৫৩নং ওয়ার্ড যুবদলের সক্রিয়কর্মী বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, মেট্রোরেল সংলগ্ন দিয়াবাড়ি এলাকায় নারীঘটিত ঘটনাকে কেন্দ্র করে তর্কে জড়ায় দুপক্ষ। এ সময় রায়হানুল ঘটনাস্থলে থাকায় তার ওপর সৈকত, পিচ্চি মাসুদ, কালাম নামের সংঘবদ্ধ একটি গ্রুপ দেশিয় অস্ত্র ও ধারালো দা দিয়ে রানাকে কুপিয়ে জখম করে।

অভিযুক্তরা নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং তুরাগ থানা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক নূর হোসেনের কর্মী বলে জানা গেছে।

এদিকে আহত রায়হানুল বর্তমানে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে এনআইউসিতে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে চাচাতো ভাই সুজন।

এ বিষয়ে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে তুরাগ থানার ওসি মো. রাহাৎ খান  বলেন, ঘটনাটা শুনেছি। নারীঘটিত বিষয় নিয়ে এটা হয়েছে। তারা বর্তমানে হাসপাতালে আছে।

Share this post

scroll to top