ডেভিল হান্ট: গাজীপুরে গ্রেফতার ২১

Operation-Devil-Hunt-67bc428beb313-67bff0160d2c5.jpg

ডেস্ক রিপোর্ট: গাজীপুর মহানগরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ‘অপারেশন ডেভিল হান্টে’ ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল থেকে শুরু হয়ে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখা (এসবি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নগরীর আট থানা এলাকা থেকে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। বাসন ও কাশিমপুর থানা এলাকা থেকে দুইজন করে চারজনকে এবং গাছা থানা এলাকায় একজনকে গ্রেফতার করা হয়। এছাড়া টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে ১৬ জনসহ মোট  ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।

চলতি মাসের ৮ তারিখ থেকে শুরু হওয়া ডেভিল হান্ট অপারেশনে এ পর্যন্ত মহানগরী থেকে ৩৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

Share this post

scroll to top