ডেস্ক রিপোর্ট: ফরিদপুরের ভাঙ্গায় বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার চুমুরদী এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে হওয়া এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন।
দুর্ঘটনার জেরে ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় যানযটের সৃষ্টি হয়। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করেন।
ঘন কুয়াশার জেরে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তারা গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।’