জাবিতে ভর্তি পরীক্ষা শুরু, আসন প্রতি লড়ছেন ১৪৫ জন

pic-67a86f4b0adc8.jpg

ডেস্ক রিপোর্ট: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) (২০২৪-২৫) স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।  এতে ১ হাজার ৮১৪ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২ লাখ ৬২ হাজার ৪৫০টি।

রোববার (৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

সকাল ৯টায় শুরু হয়ে দিনে পাঁচ শিফটে চলবে ‘ডি’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) পরীক্ষা। এই ইউনিটে আসন প্রতি লড়ছেন ২৮০ শিক্ষার্থী। বিকাল ৩টা ১৫ মিনিটে ৫ম শিফটের পরীক্ষার মধ্য দিয়ে প্রথম দিনের ভর্তি পরীক্ষা শেষ হবে।

শিক্ষার্থী এবং অভিভাবকদের বাড়তি চাপে ইতোমধ্যে ঢাকা-সাভার মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে অপ্রত্যাশিত দুর্ভোগ এড়াতে পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে আসার পরামর্শ দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী জানান, এবার আবেদন জমা পড়েছে ২ লাখ ৬২ হাজার ৪৫০টি। ভর্তির সুযোগ পাবেন ১ হাজার ৮১৪ জন।

Share this post

scroll to top