বিনোদন ডেস্ক : অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা দীর্ঘ দিন ধরেই বড়পর্দার বাইরে। কাজের ব্যস্ততা কম, তাই দূরে ছিলেন অভিনেত্রী। তবে আবারও বড়পর্দায় ফিরছেন তিনি। ‘কাজলরেখা’ সিনেমায় তার অভিনয় প্রশংসিত হওয়ার পর থেকেই ব্যস্ত হয়ে পড়েন ওটিটিতে। ‘বাজি’ নামের একটি সিরিজে কাজ করে প্রশংসায় ভাসেন অভিনেত্রী। তাই এবার দর্শকদের জন্য চমক নিয়ে আসছেন মিথিলা। জানা গেছে, আসছে ভালোবাসা দিবসে মুক্তি পেতে চলেছে মিথিলার নতুন ছবি— ‘জলে জ্বলে তারা’।
সম্প্রতি ছবিটির প্রথম লুক প্রকাশ্যে এসেছে। সামাজিক মাধ্যমে ছবির একটি পোস্টার শেয়ার করেছেন অভিনেত্রী মিথিলা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন— ‘তারার আলোয় ঝলমল করে এই সার্কাস।’ অরুণ চৌধুরী পরিচালিত তৃতীয় চলচ্চিত্র ‘জলে জ্বলে তারা’। আগামী ১৪ ফ্রেব্রুয়ারি ভালোবাসা দিবসে মুক্তি পাবে।’
উল্লেখ্য, মিথিলা ছাড়াও ‘জলে জ্বলে তারা’ সিনেমায় আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, নূর ইমরান মিঠু প্রমুখ।