দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

Rajbari-67a03e0648af7.jpg

ডেস্ক রিপোর্ট: ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৯ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে নদীপথের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এ জন্য নৌ-দুর্ঘটনা এড়াতে রবিবার দিবাগত রাত ১২ টা ১০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। সোমবার সকাল ৯ টার দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

Share this post

scroll to top