ইংল্যান্ডকে হারাতে ভারতের ছলচাতুরি, ক্ষুব্ধ বাটলার

1-2-679da5742a68a.jpg

ক্রীড়া ডেস্ক : আগের ম্যাচ জিতে সিরিজ বাঁচিয়ে রেখেছিল ইংল্যান্ড। স্বপ্ন দেখছিল চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ জিতে সমতায় ফেরার। তবে শেষ পর্যন্ত সেটি হয়নি ভারতের ‘কনকাশন’ ছলচাতুরিতে। ১৫ রানে হেরেছে ইংল্যান্ড। ব্যাটিংয়ে ভারতকে ম্যাচ গড়ে দিয়ে ফিল্ডিংয়ে নামেননি শিভাম দুবে। তার জায়গায় বল করতে নেমে ৩ উইকেট তুলে ভারতকে জেতান হার্ষিত রানা। এমন কনকাশন নিয়ে তাই ম্যাচ শেষে ক্ষোভ ঝেড়েছেন ইংলিশ অধিনায়ক জশ বাটলার।

তাই রানার মাঠে নামার সময়ও প্রশ্নটা ছিলই; দুবের পরিবর্তে কেমন করে রানাকে নামানো যায়। এক্ষেত্রে নিয়ম, কনকাশন হতে হবে ‘লাইক-ফর-লাইক’ বদলি। যতটা সম্ভব একই ধরনের ক্রিকেটার হতে হবে। আর প্রশ্নটা এখানেই। দুবে যেখানে নিয়মিত বোলিং পান না। সেখানে তার পরিবর্তে কীভাবে নিখাদ পেসার রানা বদলি হতে পারে।

মাঠে নেমে ভারতে জেতাতেও ভূমিকা ছিল রানার। ৪ ওভার হাত ঘুরিয়ে ৩৩ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন তিনি। যার কারণে ম্যাচ থেকে ছিটকে যায় ইংল্যান্ড। হারতে হয় সিরিজ। যা মানতে পারছেন না ইংলিশ অধিনায়ক জশ বাটলার।

ম্যাচশেষে ক্ষোভ ঝেড়েছেন বাটলার। বলেন, ‘এটা অবশ্যই ‘লাইক-ফর-লাইক’ বদলি নয়। আমরা এটার সঙ্গে একমত নই। হয় শিভাম দুবের বলের গতি ঘণ্টায় ২৫ মাইল বেড়ে গেছে অথবা হার্ষিতের ব্যাটিংয়ে আচমকা অনেক উন্নতি হয়েছে। এটা ছাড়া এমন হওয়ার কথা নয়।’

বাটলার এরপর বলেন, ‘এসব খেলারই অংশ। আমাদের উচিত ছিল ম্যাচটি জেতা। তবে এই সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত নই। আমাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। আমি ব্যাটিংয়ে নামার সময় এটিই ভাবছিলাম, হার্ষিতকে কার বদলে নেওয়া হলো? তারা জানালেন, এটা কনকাশন বদলি। অবশ্যই সেটায় আমি দ্বিমত জানাই। এটা মোটেও ‘লাইক-ফর-লাইক’ বদলি নয়। তারা জানালেন, ম্যাচ রেফারি সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের কোনো মতামত নেওয়া হয়নি বা এই সিদ্ধান্তের প্রক্রিয়ায় ছিলাম না। তবে ব্যাপারটি পরিষ্কার হতে জাভাগালকে কিছু প্রশ্ন করতে হবে আমাদের।’

Share this post

scroll to top