গাজায় হামাসকে ঠেকাতে যুক্তরাষ্ট্র-মিশরের যৌথ উদ্যোগ প্রয়োজন: রুবিও

ezgif-5af93eb5b59a0-6799a32459623.jpg

ডেস্ক রিপোর্ট: নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাতির সঙ্গে ফোনে কথা বলেছেন, যেখানে তারা গাজার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় মিশরকে তিনি জানান, গাজা শাসনে হামাসের ফেরার পথ বন্ধ করতে যুক্তরাষ্ট্র-মিসরের যৌথ উদ্যোগ প্রয়োজন।

বুধবার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, রুবিও মিসরের জিম্মি-বিনিময় চুক্তি ও গাজায় মানবিক সহায়তার ভূমিকার প্রশংসা করেন।

তিনি বলেন, ‘হামাসকে অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। যুদ্ধ পরবর্তী পরিকল্পনার মাধ্যমে নিশ্চিত করতে হবে যে হামাস কখনোই গাজা শাসন করতে বা ইসরাইলকে হুমকি দিতে না পারে’।

ট্রাম্প প্রশাসন গাজা সংকটের একটি স্থায়ী সমাধানে মিশরের সহযোগিতা চায়। বিশেষ করে যুদ্ধ-পরবর্তী গাজার প্রশাসনিক কাঠামো কেমন হবে, তা নিয়ে ওয়াশিংটন এবং কায়রোর মধ্যে আলোচনা চলছে। যদিও মিশর আগেই গাজার শরণার্থীদের গ্রহণের বিষয়ে ট্রাম্পের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। তবে হামাসকে গাজা থেকে সরানোর বিষয়ে দেশটি নীতিগতভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত কি তা পরিষ্কান নঢ।

এদিকে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নীতি নিয়ে সমালোচনা বাড়ছে। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের গাজা খালি করার প্রস্তাব এবং ফিলিস্তিনের ভবিষ্যৎ নিয়ে একক সিদ্ধান্ত নেওয়ার প্রচেষ্টা আরব বিশ্বে উদ্বেগ তৈরি করেছে। মিশরসহ অন্যান্য আঞ্চলিক শক্তিগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে আগ্রহী হলেও, তারা চায় ফিলিস্তিনিদের স্বার্থ উপেক্ষা না করে একটি দীর্ঘমেয়াদি সমাধান খুঁজে বের করা হোক।

Share this post

scroll to top