ক্রাউন প্রিন্স মিশাল নতুন আমির কুয়েতের

Untitled-13-copy-7.jpg

খুলনার দর্পণ ডেস্ক : শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই কুয়েতের নতুন আমিরের নাম ঘোষণা করা হয়েছে। আর দায়িত্ব পাচ্ছেন ক্রাউন প্রিন্স মিশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ।
কুয়েতের উপপ্রধানমন্ত্রী এবং মন্ত্রীসভার মন্ত্রী শনিবার (১৬ ডিসেম্বর) এ ঘোষণা দেন। এর আগে নাওয়াফের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। ক্রাউন প্রিন্স যে নতুন আমির হবেন সেটি জানা ছিল। শুধু আনুষ্ঠানিকভাবে তার নামটি ঘোষণা করা হলো।
সদ্য প্রয়াত নাওয়াফ ২০২০ সালে আমির হয়েছিলেন। কিন্তু ওই সময় থেকেই নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। ২০২১ সালে চিকিৎসার জন্য একবার যুক্তরাষ্ট্রেও গিয়েছিলেন। তবে, কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থা বেশি খারাপ যাচ্ছিল। ওই সময় থেকেই নিবিড় পরিচর্যায় ছিলেন তিনি। ৮৬ বছর বয়সে শনিবার তিনি মারা যান।
নতুন আমিরের দায়িত্ব পাওয়া মিশালের বর্তমান বয়স ৮৩ বছর। ২০২০ সালে তৎকালীন আমির সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুর পর ৮০ বছর বয়সে ক্রাউন প্রিন্স হিসেবে নিযুক্ত হয়েছিলেন মিশাল। এরমাধ্যমে বিশ্বের ইতিহাসে ‘সবচেয়ে বয়স্ক ক্রাউন প্রিন্স’ হওয়ার রেকর্ড গড়েছিলেন তিনি। সূত্র: খালিজ টাইমস

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top